প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ফুডপান্ডার এমডিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
প্রতারণা, জাল-জালিয়াতি ও হুমকির অভিযোগে ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দা আমবারীন রেজাসহ ছয়জনের বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহর আদালতে এসব মামলার আবেদন করেন ফার্স্ট টেলি সেলস কোম্পানির স্বত্বাধিকারী শিহাব মাহমুদ।
মামলার অন্য আসামিরা হলেন—ফুডপান্ডার কো-ফাউন্ডার ও ডিরেক্টর জুবায়ের সিদ্দিকী, ডেলিভারি হিরো স্টোরের ডিরেক্টর (ভারতীয় নাগরিক) মো. তাবারেজ খান, হেড অব ক্যাটাগরি দিলারা ফারুক, সিনিয়র ম্যানেজার মোহাম্মদ সাজেদুল হক এবং ক্যাটাগরি ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ মোহাম্মদ তৌফিক।
বাদীপক্ষের আইনজীবী কাজী মফিজুল ইসলাম জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। তবে মামলার বিষয়ে নথি পর্যালোচনা শেষে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
আইনজীবী আরও জানান, বাদী শিহাব মাহমুদ ফুডপান্ডার সহযোগী প্রতিষ্ঠান পান্ডা মার্টের সঙ্গে পৃথক চুক্তিতে ব্যবসা পরিচালনা করছিলেন। তবে চুক্তিভঙ্গ করে বিভিন্ন জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ফুডপান্ডার কর্মকর্তারা বাদীর প্রায় ৫ কোটি ৬০ লাখ টাকার ক্ষতি করেছেন। এ কারণে আদালতে চারটি মামলা দায়ের করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে