Views Bangladesh Logo

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, কথা ও কর্ম সব মুসলমানের জন্য অবশ্য অনুসরণীয়, কেননা এর মাধ্যমেই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ইহকাল ও পরকালীন কল্যাণ নিশ্চিত করা সম্ভব।

 VB  Desk

ভিবি ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, কথা ও কর্ম সব মুসলমানের জন্য অবশ্য অনুসরণীয়, কেননা এর মাধ্যমেই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ইহকাল ও পরকালীন কল্যাণ নিশ্চিত করা সম্ভব।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক বাণীতে তিনি এ কথা বলেন। বাণীতে রাষ্ট্রপতি দেশবাসীসহ বিশ্বের মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

তিনি বলেন, 'আজ সেই মহিমান্বিত দিন, যেদিন আল্লাহর সর্বশেষ রাসুল হজরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে আগমন করেন। তাঁর আগমন মানবজাতির জন্য শান্তি, রহমত ও মুক্তির বার্তা বয়ে এনেছে।'

রাষ্ট্রপতি আরও বলেন, তৎকালীন আরব সমাজের অন্ধকার, অন্যায় ও অবিচার দূর করে মহানবী (সা.) মানুষকে দেখিয়েছেন ন্যায়ের পথ। তিনি অসীম ধৈর্য, ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করেন এবং কোরআনের মর্মবাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দেন।

রাষ্ট্রপতি বলেন, 'তিনি একটি সাম্য ও ন্যায়ের সমাজ গঠনে কাজ করেছেন, দিয়েছেন মানবাধিকার, মর্যাদা ও দায়িত্ববোধের শিক্ষা। তাঁর জীবনচরিত মুসলমানদের জন্য আদর্শ হয়ে রয়েছে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ