আর্থিক সহায়তা নয়, দোয়া চেয়েছেন ফরিদা পারভীন
দেশবরেণ্য লোকসংগীত শিল্পী এবং লালনগীতির অন্যতম কণ্ঠশিল্পী ফরিদা পারভীন কিডনি জটিলতায় ভুগছেন। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ অবস্থায় কিংবদন্তি এই শিল্পী তার শুভাকাঙ্ক্ষীদের কাছে অর্থ সাহায্য নয়, শুধু দোয়া চেয়েছেন।
অনলাইনে ফরিদা পারভীনের চিকিৎসা খরচ চালাতে অসুবিধার কথা ছড়িয়ে পড়লেও তার পরিবার এ খবর পুরোপুরি অস্বীকার করেছে। শিল্পীর ছেলে ইমাম জাফর বলেন, ‘আলহামদুলিল্লাহ, মায়ের চিকিৎসার সব খরচ আমরা সামলাতে পারছি। প্রয়োজনে মায়ের নিজের জমানো অর্থ ব্যবহার করা হবে। কেউ যেন ভুল করে মনে না করেন, আমরা অর্থসংকটে আছি।’
তিনি আরও বলেন, ‘গুজব ছড়াবেন না। আমাদের একটাই অনুরোধ—আমার মায়ের সুস্থতার জন্য সবাই দোয়া করুন, যাতে তিনি আবার মঞ্চে ফিরতে পারেন।’
ইমাম জানান, ২০১৯ সাল থেকে ফরিদা পারভীন কিডনি সমস্যায় ভুগছেন। বর্তমানে ডায়ালাইসিস শুরু হওয়ায় তার শরীর আরও দুর্বল হয়ে পড়েছে। ‘পরিবারের সবাই মিলে তাকে দেখভাল করছি। সরকার থেকেও সাহায্যের প্রস্তাব দেয়া হয়েছে, কিন্তু মা সম্মানের সঙ্গে তা গ্রহণ করেননি। তিনি কখনো কারো কাছে অর্থ চাননি, শুধু আশীর্বাদ ও দোয়া চেয়েছেন,’ বলেন তিনি।
ফরিদা পারভীন বাংলা লোকসংগীতের এক অনন্য নাম। তার সংগীতজীবন শুরু হয় নজরুলসংগীত ও দেশাত্মবোধক গান দিয়ে। পরে সাধক মোকসেদ আলী শাহ’র কাছ থেকে তালিম নিয়ে লালনের ভাবগানের বিশিষ্ট গায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে