Views Bangladesh Logo

আবারও লাইফ সাপোর্টে ফরিদা পারভীন

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রখ্যাত লোকসংগীত শিল্পী ও একুশে পদকপ্রাপ্ত ফরিদ পারভীনকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

তার স্বামী, বিশিষ্ট বাঁশিবাদক গাজী আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করে জানান, ফরিদা পারভীন গুরুতর ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছেন।

তিনি বলেন, ‘আজকের অবস্থা গত দুই দিনের চেয়েও খারাপ। শরীর ভীষণ দুর্বল হয়ে গেছে। আমরা সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চাই।’

দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন ফরিদা পারভীন, যার কারণে তাকে সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করতে হয়। গত ২ সেপ্টেম্বর ডায়ালাইসিসের পর অবস্থার অবনতি হলে তাকে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. অশীষ কুমার চক্রবর্তী জানান, ‘তার রক্তচাপ মারাত্মকভাবে কমে গেছে এবং সংক্রমণ ও কিডনির জটিলতা বেড়ে গেছে। তিনি বলেন, “তার সার্বিক শারীরিক অবস্থা সংকটাপন্ন।’

১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত দিয়ে সঙ্গীতজীবন শুরু করেন ফরিদা পারভীন। এরপর ১৯৭০-এর দশকে তিনি লোকসংগীতশিল্পী হিসেবে সারাদেশে পরিচিতি লাভ করেন। দীর্ঘ সঙ্গীতজীবনে তিনি একুশে পদক (১৯৮৭), জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৩) এবং জাপানের ফুকুওকা এশিয়ান কালচার প্রাইজ (২০০৮) অর্জন করেছেন। এছাড়া তিনি শিশুদের জন্য সঙ্গীতবিদ্যালয় “অচিন পাখি স্কুল” প্রতিষ্ঠা করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ