Views Bangladesh Logo

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একসাথে ৫ গাড়ির সংঘর্ষ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের কুচিয়ামোড়ায় পাঁচটি যানের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। সোহাগ পরিবহনের একটি বাস পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বসটির সাথে দুটি মাইক্রোবাস, একটি হাইচ, একটি প্রাইভেটকার সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসাড়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে এক্সপ্রেসওয়ের যান চলাচল স্বাভাবিক করে।

পুলিশ জানায়, পদ্মা সেতু হ‌তে ঢাকা অ‌ভিমুখী যাত্রীবাহী বাস সোহাগ প‌রিবহন (ঢাকা মেট্টো ব- ১৪-৬৬৬৬) পথচারী‌কে ধাক্কা দি‌য়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় সামনের জ‌্যামে আটকে থাকা তিনটি মাইক্রো যথাক্রমে ঢাকা মে‌ট্রো চ-৫২-২৯২৮, ঢাকা মে‌ট্রো চ ২০-২৪৩৯, ঢাকা মে‌ট্রো চ ১২-৮৪৮৬ ও একটি প্রাইভেট কার‌কে (ঢাকা মে‌ট্রো গ ৩২-৩২১৭) ধাক্কা দেয়। আহত অবস্থায় পথচারী‌কে উদ্ধার করে গুরুতর অবস্থায় ঢাকা মে‌ডি‌কেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষে আরও আহত ৯ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

পুলিশ জানায়, জসলদিয়া পানিশোধনাগার থেকে যাওয়ার সময় শুক্রবার রাতে অন্ধাকারে একটি প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে বাইক আরোহী দুইজনকে ঢাকা নিয়ে গেলে চিকিৎসক প্রকৌশলী শামীম রেজাকে মৃত ঘোষণা করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ