চকরিয়ায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চার নারী ও এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন বলে জানা গেছে।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার পাসিয়াখালী আর্মি ক্যাম্প এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, 'ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে