Views Bangladesh Logo

টেকনাফে অপহৃত পাঁচজনকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার, গ্রেপ্তার ২

ক্সবাজারের টেকনাফে অপহৃত পাঁচজনকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর জানিয়েছেন, এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধারকৃত ব্যক্তিদের মধ্যে আছেন- উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনারপাড়ার শফিউল আলমের ছেলে মো. আদনান (২১), একই এলাকার মো. শফিকের ছেলে মো. হাশেম (২২), টেকনাফের শামলাপুর এলাকার মালয়েশিয়া প্রবাসী আবু তাহেরের স্ত্রী রাফিয়া বেগম (৩০), তার মেয়ে আজমা আক্তার (১৪) ও ছেলে সাইফুল ইসলাম (১০)।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার আব্দুল হকের ছেলে মো. ফয়সাল (৩০) এবং একই ইউনিয়নের জাহাজপুরা এলাকার মোহাম্মদ কামরুল।

পুলিশ জানিয়েছে, আদনানের চাচার বাড়িতে পরিবারসহ ভাড়া থাকতেন রাফিয়া বেগম। গত ২ সেপ্টেম্বর আদনান ও হাশেমকে নিয়ে রাফিয়া টেকনাফের শামলাপুর এলাকায় শ্বশুরবাড়ি বেড়াতে যান। পরদিন সন্ধ্যার পর থেকে তাদের সঙ্গে পরিবারের যোগাযোগ বন্ধ হয়। ৪ সেপ্টেম্বর রাতে অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইলে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অভিযোগে আদনানের চাচাতো ভাই সাইফুল ইসলাম বেলাল টেকনাফ থানায় তিনজনের নামসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে এজাহার দায়ের করেন।

ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, 'রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত টেকনাফের অপহরণ প্রবণ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. ফয়সালকে শামলাপুর এলাকা থেকে এবং ৩ নম্বর আসামি মোহাম্মদ কামরুলকে বড়ডেইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তবে ঘটনার পর থেকে রাফিয়া বেগম ও তার দুই সন্তান নিখোঁজ ছিলেন।'

তিনি আরও জানান, বড়ডেইল পাহাড়ি এলাকায় পুলিশের অভিযানের মুখে দুর্বৃত্তরা আদনান, হাশেম, রাফিয়া ও তার দুই সন্তানকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ফেলে পালিয়ে যায়। পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে আসে। গ্রেপ্তার দুই আসামিকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে, আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা পুলিশ ও ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী, গত সাড়ে ১৮ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৬৮ জনকে অপহরণের ঘটনা ঘটেছে, যার অধিকাংশই মুক্তিপণ দিয়ে মুক্তি পেয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ