Views Bangladesh Logo

পাঁচ ইসলামি ব্যাংক একীভূত হয়ে গঠিত হচ্ছে দেশের বৃহত্তম ইসলামি ব্যাংক

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের আর্থিক খাতকে স্থিতিশীল করতে পাঁচটি দুর্বল ইসলামী ব্যাংককে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত শরিয়াহভিত্তিক ব্যাংকের সঙ্গে একীভূত করার আনুষ্ঠানিক পদক্ষেপ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

‘ব্যাংক রেজ্যুলেশন অর্ডিন্যান্স ২০২৫’র অধীনে এই একীভূতকরণে প্রায় ৩৫ হাজার ২০০ কোটি টাকা মূলধন প্রয়োজন হবে। এর মধ্যে ২০ হাজার ২০০ কোটি টাকা দেবে সরকার এবং বাকি ১৫ হাজার কোটি টাকা আসবে প্রাতিষ্ঠানিক তহবিল ও আমানত রূপান্তরের মাধ্যমে। যে ব্যাংকগুলো একীভূত হচ্ছে সেগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক।

কর্মকর্তারা বলছেন, শরিয়াহভিত্তিক অর্থায়নের ওপর আস্থা ফিরিয়ে আনতে এবং ব্যয়বহুল বিলুপ্তি এড়াতে এই একত্রীকরণ জরুরি। তিনটি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ৯০ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় এই পদক্ষেপ নেয়া হয়েছে।

গতকাল অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে ব্যাংক রেজ্যুলেশন সংক্রান্ত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই প্রক্রিয়া তদারকির জন্য কবির আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে, যা ছয় সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এই পাঁচটি ব্যাংকের মধ্যে চারটিই পূর্বে এস আলম গ্রুপের সঙ্গে যুক্ত ছিল আর এক্সিম ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল নাছির গ্রুপের নজরুল ইসলাম মজুমদারের হাতে। ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক আগের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ নিয়োগ দেয়। ফরেনসিক নিরীক্ষায় ব্যাংকগুলোর অত্যন্ত দুর্বল আর্থিক অবস্থা প্রকাশ পায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৯৬ দশমিক ৩৭ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ৯৭ দশমিক ৮ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৯৫ শতাংশ, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৬২ দশমিক ৩ শতাংশ এবং এক্সিম ব্যাংকের ৪৮ দশমিক ২ শতাংশ।

২০২৪ সালে বাংলাদেশে মোট ঋণের ২০ দশমিক ২ শতাংশ খেলাপি, যা এশিয়ায় সর্বোচ্চ। এর পরিমাণ ২০ দশমিক ২৭ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৮ শতাংশ বেশি। কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, এই একীভূতকরণের ফলে কর্মীদের চাকরি সুরক্ষিত থাকবে এবং দাতা সংস্থার তাৎক্ষণিক সহায়তা ছাড়াই ব্যাংকিং খাতের স্থিতিশীলতা জোরদার হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ