অস্কারের জন্য জমা পড়েছে ৫ বাংলাদেশি সিনেমা
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাংলাদেশ থেকে পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছে।
বাংলাদেশ অস্কার কমিটি এগুলোর মধ্য থেকে একটি চলচ্চিত্র বেছে নেবে, যা দেশের পক্ষ থেকে মর্যাদাপূর্ণ আসরে আনুষ্ঠানিকভাবে প্রতিনিধিত্ব করবে।
ছবিগুলো হলো- সাবা, বাড়ির নাম শাহানা, নকশি কাঁথার জমিন, প্রিয় মালতি এবং ময়না। এর মধ্যে বাড়ির নাম শাহানা আজ শুক্রবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে, আর সাবা মুক্তির মুক্তি পাবে ২৬ সেপ্টেম্বর। বাকি তিনটি চলচ্চিত্র এরই মধ্যে মুক্তি পেয়েছে।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি এবং নির্বাচনি কমিটির চেয়ারম্যান জাহিরুল ইসলাম নিশ্চিত করেছেন যে কমিটি ইতোমধ্যে জমা দেওয়া ছবিগুলো পর্যালোচনা শুরু করেছে।
চূড়ান্ত নির্বাচন ২৬ সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। একাডেমির অফিসিয়াল জমা দেয়ার শেষ সময়সীমা ৩১ সেপ্টেম্বরের আগে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
একাডেমি ১৬ ডিসেম্বর আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের শর্টলিস্ট প্রকাশ করবে। এরপর চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে। আর ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ১৫ মার্চ, লস অ্যাঞ্জেলেসে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে