Views Bangladesh Logo

নুরাল পাগলার মরদেহ পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার ৫

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফে হামলা, ভাঙচুর ও কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম।

এর আগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টার পর পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই সেলিম বাদী হয়ে অজ্ঞাত ৩ থেকে সাড়ে ৩ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া গ্রামের মো. শাফিন সরদার (১৯), বালিয়াডাঙ্গী গ্রামের হিরু মৃধা (৪০), দক্ষিণ উজানচরের মাসুদ মৃধা, দেওয়ানপাড়ার এনামুল হক জনি (৩২) এবং কাজীপাড়ার অপু কাজী (২৫)।

ওসি রাকিবুল ইসলাম জানান, শুক্রবার জুমার নামাজের পর তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ থেকে নুরাল পাগলার দরবার শরিফে হামলা চালানো হলে ভক্তরাও পাল্টা প্রতিরোধ করেন। এতে সংঘর্ষে একজন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হন।

সংঘর্ষ চলাকালে দরবার শরিফে অগ্নিসংযোগ করা হয়। এ সময় কবর থেকে মরদেহ তুলে সেটিও পুড়িয়ে ফেলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গেলে সেখানে পুলিশের ওপর হামলা চালানো হয় এবং গাড়ি ভাঙচুর করা হয়।
 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ