Views Bangladesh Logo

সুন্দরবনে কুমিরের আক্রমণে নিহত জেলে, ৭ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

 VB  Desk

ভিবি ডেস্ক

সুন্দরবনে কাঁকড়া ধরার সময় কুমিরের আক্রমণে সুব্রত মণ্ডল (৩২) নামে এক জেলে নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল খালে এই দুর্ঘটনা ঘটে। সাত ঘণ্টা পরে রাত সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুব্রত খুলনা জেলার দাকোপ উপজেলার ঢাংমারী এলাকার কুমুদ মণ্ডলের ছেলে।

স্থানীয় ও বন বিভাগের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সুব্রত ঢাংমারী স্টেশন থেকে রাজস্ব জমা দিয়ে পাস নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করেন। ফেরার পথে বিকেল সাড়ে ৩টার দিকে তিনি করমজল খাল পার হচ্ছিলেন। তখন একটি কুমির তাকে ধরে টেনে নিয়ে যায়। সঙ্গে থাকা অন্যান্য জেলেরা চেষ্টা করেও তাকে রক্ষা করতে পারেননি।

ঘটনার খবর পেয়ে শতাধিক গ্রামবাসী নৌকা ও ট্রলার নিয়ে তার সন্ধানে তৎপর হন। দীর্ঘ অনুসন্ধানের পর সুন্দরবনের করমজল খালের গজালমারী এলাকা থেকে পানির নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঢাংমারী গ্রামের ইস্রাফিল বয়াতি।

সুন্দরবনের করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ