কাজে আসতে দেরি করায় ৩ জেলেকে মারধরের ঘটনায় ১ জনের মৃত্যু
পটুয়াখালীর কুয়াকাটায় মৎস্যবন্দর আলীপুরে কাজে আসতে দেরি করার অভিযোগে তিন জেলেকে মারধরের ঘটনায় এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আল-আমিন আড়তে এ ঘটনা ঘটে।
নিহত জেলের নাম হেলাল হাওলাদার। তিনি পিরোজপুর জেলার তুষখালী গ্রামের হারুন হাওলাদারের ছেলে। অপর দুই জেলে হলেন সাদ্দাম আকন (১৮) ও আসাদুল হাওলাদার (২০), যাদের বাড়িও একই এলাকায়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মারধরের পর জেলেদের মাছ শিকারে সাগরে যেতে বাধ্য করা হয়। হেলাল হাওলাদার সাগরে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাকে ট্রলারের মাধ্যমে ঘাটে ফিরিয়ে আনা হয়। অভিযোগ রয়েছে, রাতে গুরুতর অসুস্থ হেলালকে হাসপাতালে নেওয়া হয়নি। বরং শুক্রবার সকালে আনা হয়। এর ফলে তার অবস্থার চরম অবনতি ঘটে এবং তিনি শুক্রবার (৫ সেপ্টেম্বর) মারা যান।
কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান অপু জানিয়েছেন, হেলালের অবস্থা গুরুতর দেখে তাকে দ্রুত বরিশালে পাঠানো হয়েছিল, তবে পথে তিনি মারা যান।
এ ঘটনায় অভিযুক্ত ট্রলার মালিক মন্টু ফরাজী (৪৮), সহযোগী সোহাগ হাওলাদার (৩০) ও মেশারেফকে পুলিশ প্রাথমিকভাবে শনাক্ত করলেও এখনও আটক করা সম্ভব হয়নি। মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। হত্যার মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে