Views Bangladesh Logo

নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

ওগাঁর আত্রাই উপজেলার একটি পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনা ঘটেছে। এতে পুকুরে থাকা লাখ লাখ টাকার মাছ মরে ভেসে উঠে।

বুধবার (৩ ডিসেম্বর) ভোরে আত্রাইয়ের সিংসাড়া গ্রামের ওই পুকুরে মাছ মরে ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। এর আগে, গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে বলে জানা গেছে।

প্রায় ১৪ বিঘার ওই পুকুরটি দেখাশোনা (কর্মচারী) করতেন আশরাফুল আলম মিঠু।

তিনি জানান, পুকুরটি মালিকের নিজস্ব। পুকুর সংক্রান্ত কোনো দ্বন্দ্ব নেই। এমনকি পুকুর মালিকের কারও সঙ্গে ব্যক্তিগত ঝামেলাও নেই। এরপরেও পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় পুকুরে বিষ ঢেলে দেওয়া হয়। ভোরে এসে মাছ মরে পুকুরে ভাসতে দেখেন তিনি।

জানা গেছে, সিংসাড়া গ্রামের বাসিন্দা দেওয়ান মহসিন আলী এই মৎস্য হ্যাচারী গড়ে তোলেন। তিনি মাছের রেনু উৎপাদন ও বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছিলেন। শুধু তাই-ই নয়, গুণগতমানের রেনু উৎপাদনে বিশেষ অবদান রাখায় ২০০৯ সালে মহসিন আলীর হ্যাচারী জাতীয় মৎস্য পদকও পায়। বর্তমানে তার ছেলে ডা. দেওয়ান মেহেদী হাসান হ্যাচারীটি দেখভাল করেন।

জানতে চাইলে ডা. দেওয়ান মেহেদী হাসান জানান, তার পুকুরে বিষ প্রয়োগে সবমিলে প্রায় ২৪-২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। কারা পুকুরে বিষ প্রয়োগ করেছে-এ বিষয়ে এখন পর্যন্ত তিনি কিছুই জানতে পারেন নি।

স্থানীয়রা জানান, পুকুর মালিক মেহেদীর পরিবারের অনেক সদস্য একাত্তর সালে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে গণহত্যার শিকার হন। এই পরিবারের ওপর স্বাধীনতাবিরোধী ও রাজাকারদের একটা ক্ষোভ ছিল। বর্তমান দেশের পরিস্থিতে স্বাধীনতাবিরোধীরাই পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করেছে।

আত্রাই থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কাওসার আলম জানান, এখনো আমরা মৌখিক বা লিখিত কোনো অভিযোগ পাইনি। ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ