দেশে প্রথমবারের মতো মুক্তি পাচ্ছে নেপালি সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে প্রথমবারের মতো মুক্তি পাচ্ছে নেপালি চলচ্চিত্র ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’।
শুক্রবার (১৮ জুলাই) স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে দীপেন্দ্র গাউছান পরিচালিত এই চলচ্চিত্র। সাউথ এশিয়ান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (সাফটা) চুক্তির আওতায় ছবিটি আমদানি করেছে শো-মোশন লিমিটেড। এর বিপরীতে নেপালে মুক্তি পাবে তানিম রহমান অংশু পরিচালিত এবং শরীফুল রাজ ও সুনেরাহ বিনতে কামাল অভিনীত ‘ন ডরাই’।
নেপালে মুক্তির পর আলোচিত ও প্রশংসিত হয় ‘মিসিং’। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সৃষ্টি শ্রেষ্ঠা ও নাজির হুসেন। প্রায় ২ ঘণ্টা ৪০ মিনিট দৈর্ঘ্যের এ ছবির গল্প আবর্তিত হয়েছে প্রেম ও অপহরণের এক ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে। ডেটিং অ্যাপে পরিচয়ের পর এক তরুণীকে অপহরণ করে এক তরুণ নিয়ে যায় মধেশ প্রদেশে। প্রথমে ভয় পেলেও ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব ও ভালোবাসা। ছবিতে উঠে এসেছে নেপালের তরাই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, লোকজ সংস্কৃতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিনেমাটি স্টার সিনেপ্লেক্সের ঢাকাসহ দেশের বিভিন্ন শাখায় প্রদর্শিত হবে। ১৮ জুলাই সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্স সেন্টার পয়েন্ট (এয়ারপোর্ট) শাখায় হবে প্রিমিয়ার শো। এতে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত, সিনেমার পরিচালক-প্রযোজক, কলাকুশলী এবং ‘ন ডরাই’-এর নির্মাতা ও শিল্পীরা।
এর আগে ২০২৩ সালে সাফটা চুক্তির আওতায় একটি ভারতীয় সিনেমার মাধ্যমে বাংলাদেশে উপমহাদেশীয় চলচ্চিত্র মুক্তির পথ উন্মুক্ত হয়। এবার সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলাদেশের প্রেক্ষাগৃহে জায়গা করে নিচ্ছে একটি নেপালি ছবি। যা দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ে নতুন দিগন্ত উন্মোচন করবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে