Views Bangladesh Logo

টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফায়ার ফাইটার শামীম আহমেদ। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবারের ওই ঘটনায় দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে শামীম আহমেদের পুরো শরীরই দগ্ধ হয়। বিকাল ৩টার দিকে তিনি মারা যান। বর্তমানে আরও তিনজন চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া উইংয়ের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, টঙ্গীর কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণে আহত ফায়ার ফাইটার শামীম আহমেদ মঙ্গলবার বিকাল ৩টায় মৃত্যুবরণ করেছেন। মাগরিবের নামাজের পর ফায়ার সার্ভিস সদর দপ্তরে তার জানাজা অনুষ্ঠিত হবে।

শামীম আহমেদ ২০০৪ সালে ফায়ার সার্ভিসে যোগ দেন। তার বাড়ি নেত্রকোনা জেলায়।  তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ