টঙ্গীতে বিস্ফোরণে দগ্ধ ফায়ারফাইটার নুরুল হুদার মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে একটি রাসায়নিক গুদামে বিস্ফোরণের ঘটনায় গুরুতর দগ্ধ ফায়ারফাইটার নুরুল হুদা মারা গেছেন। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
গত সোমবার বিকেলে টঙ্গীর সাহারা মার্কেটে একটি টিনশেড গুদামে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এই আগুন নেভানোর সময় হঠাৎ বিস্ফোরণে চার ফায়ারফাইটারসহ মোট পাঁচজন দ্বগ্ধ হন। নুরুল হুদা তাদেরই একজন ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে