Views Bangladesh Logo

নির্বাচনী দায়িত্বে ১৯ কোটি টাকার বরাদ্দ চেয়েছে ফায়ার সার্ভিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দায়িত্ব পালন করতে ১৯ কোটি ৯ লাখ ৩৮ হাজার টাকার বরাদ্দ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ সংক্রান্ত প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং নির্বাচন কমিশন সচিবকে পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের আগে, চলাকালে ও পরে জেলা-উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সহায়তা ও অগ্নি–নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের জনবল ও সরঞ্জাম মোতায়েন থাকবে। এজন্য উল্লেখিত অর্থ বরাদ্দ জরুরি।

চিঠি অনুযায়ী ছয়টি খাতে এ বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।

খাতগুলো হলো— দৈনিক খোরাকি ভাতা, আপ্যায়ন ব্যয়, পেট্রোল ও লুব্রিক্যান্ট, অন্যান্য মনিহারি, ব্যবস্থাপনা ব্যয়, মেশিন ও সরঞ্জামাদি ভাড়া। এই মোট ছয়টি খাতে ওই অর্থ বরাদ্দ চেয়েছে ফায়ার সার্ভিস। সবচেয়ে বেশি চাওয়া হয়েছে পেট্রোল ও লু্ব্রিকেন্ট খাতে, ৭ কোটি ৪১ লাখ টাকা।

নির্বাচনের বিভিন্ন বাহিনী, সংস্থার নিয়োজিত লোকবলের ভাতা ও অন্যান্য ব্যয় পরিশোধ করে থাকে নির্বাচন কমিশন। সম্প্রতি আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে সবার কাছে বাজেট চেয়েছে কমিশন। আলোচনার পর কমিশন বাজেট অনুমোদন করবে।

এসবের মধ্যে পেট্রোল ও লুব্রিক্যান্ট খাতেই সবচেয়ে বেশি— ৭ কোটি ৪১ লাখ টাকার চাহিদা জানিয়েছে অধিদপ্তর।

সাধারণত নির্বাচনে দায়িত্ব পালনকারী বাহিনীর ভাতা ও ব্যয় নির্বাচন কমিশন বহন করে থাকে। আইন-শৃঙ্খলা সংক্রান্ত সাম্প্রতিক বৈঠকে বিভিন্ন বাহিনীর বাজেট চেয়ে নেওয়ার পর এখন কমিশন তা পর্যালোচনা করবে বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ