Views Bangladesh Logo

বরগুনা জেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র

রগুনা জেলা নির্বাচন অফিসে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে অফিসের হিসাব শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, পুরোনো ভোটার তালিকা, ব্যালট বক্স, কম্পিউটার, ফ্রিজসহ আসবাবপত্র পুড়ে গেছে।

সোমবার (১৪ জুলাই) ভোরে এ আগুন লাগার ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির উজ্জামান।

তিনি জানান, ভোর ৭টার দিকে অফিসের হিসাব শাখা থেকে ধোঁয়া বের হতে দেখে কর্মীরা আগুনের সূত্রপাত টের পান। তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

জানা যায়, রাতে দায়িত্বে থাকা প্রহরী জানালার পর্দা ঠিক করছিলেন, তখনই এক পরিচ্ছন্নতাকর্মী একটি কক্ষ থেকে অস্বাভাবিক শব্দ শুনে এগিয়ে যান এবং আগুন দেখতে পান। পরে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

সকাল ৭টা ২৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বরগুনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ জানান, অফিস সংলগ্ন স্টোররুমে বিপুল পরিমাণ মালামাল থাকলেও দ্রুত পদক্ষেপের ফলে আগুন সেখানে ছড়িয়ে পড়েনি।

মনির উজ্জামান বলেন, ‘সকালে লোকজন ঠিকমতো উপস্থিত হওয়ার আগেই আগুন লেগে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। তবে অফিসের অন্যান্য অংশ ধোঁয়া ছড়িয়ে গেলেও তুলনামূলকভাবে নিরাপদ রয়েছে।’

আগুনের সঠিক উৎস নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তারা বলেন, আগুন লাগার সময় অফিসে প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী উপস্থিত ছিলেন, তাই ঘটনাটি ঘিরে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ