Views Bangladesh Logo

নারায়ণগঞ্জ হকার্স মার্কেটে আগুন, পুড়ে গেছে ৩০ দোকান

 VB  Desk

ভিবি ডেস্ক

নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৮ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহজাহান জানান, তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর চেষ্টাকালে পাঁচজন আহত হয়েছেন।

ব্যবসায়ীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারটিতে অধিক পরিমাণে দাহ্যপণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মূলত পোশাকের দোকান থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মুন্না বলেন, 'কয়েকদিন আগেই ২০ লাখ টাকার মাল উঠিয়েছিলাম। প্রায় সবই শেষ।'

সাবেক সিটি কাউন্সিলর মকসুদুল আলম খোরশেদ বলেন, সিটি করপোরেশনের পুনর্বাসন প্রকল্পের আওতায় নির্মিত এই মার্কেটে মোট ৬৪২টি টিনশেড দোকান রয়েছে। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে স্থানীয় চেম্বার অব কমার্স ও কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ