গাজীপুরে কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে ১৬ দোকান পুড়ে ছাই
গাজীপুরের কোনাবাড়ী এলাকার একটি কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (৭ জুলাই) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কোনাবাড়ী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টায় কোনাবাড়ী এলাকায় কাঁচাবাজারে আগুন লাগে এবং তা দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে," বলেন তিনি।
জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ি এবং আশপাশের স্টেশন থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় এবং তাদের সম্মিলিত প্রচেষ্টায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার কর্মীরা প্রায় ৫ কোটি টাকার মালামাল রক্ষা করতে সক্ষম হয়েছেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে