কর্ণফুলী ইপিজেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট
চট্টগ্রামের পতেঙ্গা এলাকার কর্ণফুলী ইপিজেডের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে ইপিজেডের ‘অ্যারো ফেভারিট’ নামক একটি অফিসে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন আশপাশের ভবনগুলোতেও ছড়িয়ে পড়ে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে ৮টি ইউনিট কাজ করছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে