ঢাবির বিজয় একাত্তর হলের দোকানে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে রান্নার সময় সিলিন্ডার গ্যাসের লাইন পরিবর্তনের কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় কেউ আহত হয়নি এবং কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
ঘটনাটি সোমবার সন্ধ্যা ৬টা ৯ মিনিটে হলের যমুনা ব্লকের এক্সটেনশন দোকানে ঘটে। ফায়ার সার্ভিস এসে সাড়ে ছয়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর জোনের জোন কমান্ডার মোহাম্মদ এনামুল জানান, “আমরা ৬টা ১৩ মিনিটে খবর পাই। সাড়ে ছয়টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। রান্নার সময় চুলা বন্ধ না রেখে গ্যাসের লাইন বদলানোর কারণে এই ঘটনা ঘটে। কোনো সিলিন্ডার বিস্ফোরণ হয়নি।”
বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ স. ম. আলী রেজা বলেন, “৬টা ৯ মিনিটে আগুনের খবর শুনে আমরা ফায়ার সার্ভিসে যোগাযোগ করি এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিদ্যুৎ বন্ধ করি। এটি হলের বাইরের একটি এক্সটেনশন দোকানে অসাবধানতাবশত ঘটেছে। রান্নার জন্য কেটে রাখা সবজি ও তরকারি নষ্ট হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সকলের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে