Views Bangladesh Logo

নেত্রকোণায় খামারে আগুন, পুড়ে গেছে দুই ঘর ও ২৯ ছাগল

নেত্রকোণা সদরে একটি খামারে আগুন লাগার ঘটনায় দুটি ঘর পুড়ে গেছে। এতে দগ্ধ হয়ে ২৯টি ছাগল মারা গেছে।

নেত্রকোণা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, রোববার ভোর পৌনে ৪টার দিকে সদর উপজেলার কাইলাটি এলাকায় ‘ব্রাদার্স ইনডিকেটেড ফার্মে’ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিড়ি বা সিগারেটের আগুন থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

খামারের মালিক শাহ রফিকুর রহমান অ্যাপেলো বলেন, আগুনে খামারের দুটি ঘর, ২৯টি ছাগল ও ছাগলের খাদ্য সম্পূর্ণ পুড়ে গেছে। এতে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। তবে এটি নাশকতা নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ