Views Bangladesh Logo

সোয়া এক ঘণ্টা পর নিভল মোটেল সৈকত রেস্তোরাঁর আগুন

ট্টগ্রামে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে বারটির আসবাবপত্র ও সাজসজ্জার সরঞ্জাম পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের নন্দনকানন কার্যালয়ের ওয়্যারহাউজ ইনস্পেকটর ইমরান হোসেন বলেন, ‘আগুনে বার অ্যান্ড রেস্টুরেন্টের আসবাবপত্র ও সাজসজ্জার সরঞ্জাম পুড়ে গেছে। এতে ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা তদন্তে বেরিয়ে আসবে।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটে নগরের স্টেশন রোডে অবস্থিত বারটিতে আগুনের খবর পায় তারা। খবর পেয়ে নন্দনকানন ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল সাড়ে ৯টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ১০টার দিকে সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বার কর্তৃপক্ষের দাবি, ক্ষতির পরিমাণ ১৫ থেকে ২০ লাখ টাকা। তাদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত করা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট একই বার লুটপাটের শিকার হয়েছিল। দুর্বৃত্তরা তখন স্থাপনাটি কেটে ভেতরের মালামাল নিয়ে যায়। পরবর্তীতে সংস্কার শেষে পুনরায় চালু করা হয় প্রতিষ্ঠানটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ