ময়মনসিংহ মেডিকেলে আগুন, আধাঘণ্টায় নিয়ন্ত্রণে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে হাসপাতালের নতুন ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত শিশু ওয়ার্ডে আগুন লাগে বলে জানান ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সানোয়ার হোসেন।
হাসপাতালের উপপরিচালক চিকিৎসক জাকিউল ইসলাম বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে দ্রুত উদ্যোগ নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। শিশু ওয়ার্ডে ভর্তি রোগী ও তাদের স্বজনদের ইমারজেন্সি রুমের সামনে দিয়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় আধাঘণ্টা পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।
আগুনের সঠিক কারণ জানতে তদন্ত করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে