Views Bangladesh Logo

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত

 VB  Desk

ভিবি ডেস্ক

যরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে, যার মধ্যে কিছু ফ্লাইট চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করেছে। অন্যদিকে, ঢাকা থেকে ছাড়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট ট্যাক্সিওয়েতে আটকে আছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি–১৬৩ ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই–১১১৬ ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষমাণ রয়েছে। ব্যাংকক থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করেছে চট্টগ্রামে। দিল্লি থেকে আসা ইন্ডিগোর ফ্লাইট নেমেছে কলকাতায়, আর শারজাহ থেকে ঢাকাগামী এয়ার এরাবিয়ার ফ্লাইটটিও অবতরণ করেছে চট্টগ্রামে।

হংকং থেকে ঢাকামুখী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের বিমানটি অবতরণ করতে না পেরে আকাশে চক্কর দিচ্ছে। আগুনের পরিস্থিতি ও নিয়ন্ত্রণের অগ্রগতি পর্যবেক্ষণ করে পরবর্তী উড্ডয়ন ও অবতরণের সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করেছে। একইভাবে ইউএস–বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর পুনরায় চট্টগ্রামে ফিরে গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। কার্গো ভিলেজের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ধীরে ধীরে স্বাভাবিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু করা হবে।

এদিকে বিমানবন্দরের কার্যক্রম যাতে দীর্ঘসময় ব্যাহত না হয়, সে জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরের এক কর্মকর্তা। তিনি বলেন, “আগুন মূলত কার্গো ভিলেজ এলাকায়, যাত্রী টার্মিনালে এর প্রভাব পড়েনি। তবে নিরাপত্তার স্বার্থে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ