Views Bangladesh Logo

রূপনগরের কেমিক্যাল গুদামে আগুন নিয়ন্ত্রণে সময় লাগবে: ফায়ার সার্ভিস

 VB  Desk

ভিবি ডেস্ক

ফায়ার সার্ভিস সতর্ক করেছে যে, রূপনগরের কেমিক্যাল গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগতে পারে, কারণ সেখানে এখনও ধোঁয়া এবং বিষাক্ত গ্যাস ছড়িয়ে রয়েছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) কাজী নাজমুজ জামান জানান, বুধবার সকালে গুদামের দরজা খোলার আগে দমকল কর্মীরা কেমিক্যাল স্যুট পরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন। তিনি বলেন, ‘ভিতরের পরিবেশ এখনও ঘন ধোঁয়ায় ঢাকা। আমাদের কার্যক্রম চলমান, তবে এই মুহূর্তে এগিয়ে যাওয়া নিরাপদ নয়। পুরো অভিযান সম্পন্ন করতে সময় লাগবে।’

বিকেলে একটি উচ্চপর্যায়ের ফায়ার সার্ভিস দল সেখানে পৌঁছাবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।
নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘উদ্ধার অভিযান এখনও চলছে। অন্যান্য প্রশাসনিক বিষয়গুলো কর্তৃপক্ষ দেখভাল করছে।’

তিনি আরও বলেন, কেমিক্যাল থেকে উৎপন্ন বিষাক্ত গ্যাস শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে তা ত্বক, ফুসফুস এবং হৃদযন্ত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। ‘স্থানীয়দের দূরে থাকতে এবং নিরাপদে থাকার নির্দেশনা লাউডস্পিকারে প্রচার করা হচ্ছে। যখন নিরাপদ হবে তখনই গুদামটি খোলা হবে,’ তিনি জানান।

তিনি আরও বলেন, কেমিক্যালের অযথাযথ সংরক্ষণ বিপজ্জনক রাসায়নিক প্রতিক্রিয়া ঘটাতে পারে, যার ফলে আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে। যেহেতু গুদামটি তালাবদ্ধ ছিল, তাই ধারণা করা হচ্ছে ভেতরে কেউ নেই, তবে পুরো অভিযান শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

এদিকে সরকার অবৈধ কেমিক্যাল গুদামবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে।
অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস. মুর্শিদ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘অনেক ব্যবসায়ী নিয়ম না মেনে অবৈধভাবে কেমিক্যাল সংরক্ষণ করেছেন। সরকারের অবস্থান কঠোর, দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ