যশোরে সাব-রেজিস্ট্রি অফিসে আগুন, পুড়ে গেছে ২০০ বছরের পুরোনো দলিল
যশোরের সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড সংরক্ষণাগারে আগুন লাগারপ ঘটনা ঘটেছে। এতে দুইশ বছরের পুরোনো ভলিউম বুক, বালাম বই, সূচিপত্র, টিপবইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল পুড়ে গেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ৯টার দিকে পুরোনো ভবনে আগুন লাগে এবং প্রায় এক ঘণ্টা জ্বলতে থাকার পর এটি নিয়ন্ত্রণে আসে।
সূত্র জানিয়েছে, ভবনটি ব্রিটিশ আমলে সরকারি কার্যক্রমের জন্য নির্মিত হলেও পরবর্তীতে পরিত্যক্ত ঘোষণা করা হয়। নানা জটিলতার কারণে ভবনটি ভাঙা বা সংরক্ষণ সম্ভব হয়নি। তবে এ ভবনের ভেতরে প্রাচীন রেকর্ডপত্র সংরক্ষণ করা হতো।
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, আগুন লাগার খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তালাবদ্ধ ভবনের গেট ভেঙে তারা আগুন নেভানোর কাজ শুরু করেন এবং এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরে জানানো যাবে।
যশোর শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার শামসুজ্জামান মিলন জানান, ১৭৪১ থেকে ১৯৪০ সাল পর্যন্ত যশোর ও আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ দলিল ও রেকর্ডপত্র ওই ভবনে সংরক্ষিত ছিল। আগুন লাগার পর প্রায় সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কিছু কাগজপত্র আগুন নেভানোর সময় পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে।
দলিল লেখক সমিতির সভাপতি সোহরাব হোসেন বলেন, আগুন লাগার সময় ভবনে নৈশপ্রহরী উপস্থিত ছিলেন না। স্থানীয় কিছু ব্যবসায়ীও মনে করেন, ভবনের ভেতরে বৈদ্যুতিক সংযোগ না থাকায় আগুন শর্ট সার্কিটের কারণে লাগেনি। তারা ধারণা করছেন, এটি পরিকল্পিতভাবে ঘটানো হতে পারে। পুলিশ ও প্রশাসন বিষয়টি তদন্ত করছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে