Views Bangladesh Logo

বিমানবন্দরে আগুন: দুটি ফ্লাইটের কলকাতায় অবতরণ

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট উঠানামা বন্ধ থাকায় চেন্নাই ও দিল্লি থেকে ছেড়ে আসা ঢাকাগামী দুটি ফ্লাইট কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

ঢাকার বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার পর শনিবার বিকেল ৫টার দিকে কলকাতার এটিসির (এয়ার ট্রাফিক কন্ট্রোল) কাছে জরুরি অবতরণের জন্য আবেদন জানায় চেন্নাই ও দিল্লি থেকে ছেড়ে আসা ঢাকাগামী দুটি ফ্লাইট।

কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমান দুটি রানওয়ের ৪২ এবং ৪৩ নম্বর ওয়েতে দাঁড়িয়ে আছে। যাত্রীদের সব রকম জরুরি পরিষেবা দেয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে।

এর আগে শনিবার দুপুর ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ১৩টি ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ