মিরপুরে কসমো স্কুলের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মিরপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কসমো স্কুলের নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস জানায়, বুধবার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্কুলের জেনারেটর রুম থেকেই আগুনের সূত্রপাত ঘটে।
জানা গেছে, বর্তমানে এলাকাটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে