Views Bangladesh Logo

চট্টগ্রামের ইপিজেড কারখানার আগুন নিয়ন্ত্রণে

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রাম নগরীর কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (কেইপিজেড) অবস্থিত জান্ট এক্সেসরিজ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

এর আগে, একই দিন দুপুর পৌনে ৩টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, ইপিজেড ও বন্দর স্টেশন থেকে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কেইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামির হোসেন আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ