Views Bangladesh Logo

আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভারের আশুলিয়ায় আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটের দিকে আগুন নেভাতে সক্ষম হয়। এর আগে বেলা ১২টা ১৫ মিনিটের দিকে জামগড়ার ফ্যান্টাসি কিংডমের বিপরীতের পোশাক কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।


পলমল গ্রুপের মালিকানাধীন আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা জানান, কারখানায় প্রায় চার হাজার ১০০ জন শ্রমিক কাজ করেন। কারখানার দ্বিতীয় তলায় আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের ঘটনা টের পান কর্মরত শ্রমিকরা। সঙ্গে সঙ্গে আগুন লাগার সংবাদ পুরো কারখানায় ছড়িয়ে পরে। তাৎক্ষণিক কারখানার সব গেট খুলে দিয়ে শ্রমিকদের বের করে দেয় কর্তৃপক্ষ।


ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম জানান, প্রথমে জিরাবো ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিস ওই কারখানায় আগুনের খবর পায় ১২টা ১৯ মিনিটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় জিরাবো ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ শুরু করে।


ফায়ার সার্ভিস জোন-৪ এর উপ-পরিচালক আলাউদ্দিন জানান, ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ও জিরাবো ফায়ার সার্ভিসের ছয়টিসহ মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।


তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। আগুনের কারণ নিয়েও তদন্ত চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ