Views Bangladesh Logo

অর্থ মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর কণ্ঠস্বর ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে রোববার (১৬ নভেম্বর) জরুরি এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে মন্ত্রণালয় সতর্কতা প্রদান করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকে তাদের বিজ্ঞাপন বা প্রচারণায় অর্থ উপদেষ্টার ভিজ্যুয়াল ব্যবহার করে বিভ্রান্তিকর ও সম্পূর্ণ ভিত্তিহীন কনটেন্ট প্রচার করছে। এ ভিডিওর সঙ্গে অর্থ মন্ত্রণালয় কিংবা অর্থ উপদেষ্টার কোনো সম্পৃক্ততা নেই। ধারণা করা হচ্ছে, এআই প্রযুক্তি ব্যবহার করে ভয়েস পরিবর্তন ও অর্থ উপদেষ্টার ছবি সংযোজনের মাধ্যমে ভিডিওটি তৈরি করা হয়েছে, যার উদ্দেশ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা।

অর্থ মন্ত্রণালয় জানায়, ভুয়া ভিডিওটি সরিয়ে ফেলা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তায় বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ভিডিও বা সংবাদে প্রতারিত না হয়ে সত্যতা যাচাই ছাড়া কোনো আর্থিক লেনদেনে অংশ না নিতে।

মন্ত্রণালয় আরও জানায়, মাঝে মাঝেই এ ধরনের ভুয়া কনটেন্ট ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। তাই এ বিষয়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ