Views Bangladesh Logo

আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃতীয় ধাপের চূড়ান্ত ভোটার তালিকা আজ মঙ্গলবার প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই তালিকাই আগামী জাতীয় নির্বাচনে ব্যবহৃত হবে বলে জানিয়েছে কমিশন।

এর আগে গত ৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা অনুযায়ী দেশে মোট নিবন্ধিত ভোটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং ১ হাজার ২৩০ জন হিজড়া ভোটার রয়েছেন।


সচিব আরও জানান, যারা ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেছেন, তারা চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য হয়েছেন। ফলে তারা আসন্ন জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ