Views Bangladesh Logo

জাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ভোটার ১১ হাজার ৯১৯

 VB  Desk

ভিবি ডেস্ক

দীর্ঘ প্রতীক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী এবার মোট ১১ হাজার ৯১৯ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

রোববার (১৭ আগস্ট) রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এরপরই বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনে স্থাপিত অস্থায়ী কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ ও জমা নেয়া শুরু করে নির্বাচন কমিশন।

নির্বাচনি তফসিল অনুযায়ী, সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাচ্ছে। তবে সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেননি।

এর আগে ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা ও প্রাথমিক আচরণবিধি প্রকাশ করেছিল কমিশন। যেসব শিক্ষার্থীর নাম বাদ পড়েছিল, তাদের আপিল করার সুযোগ দেয়া হয়। আপিল পর্যালোচনা শেষে প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা ও আনুষ্ঠানিক আচরণবিধি।

টানা ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া জাকসু নির্বাচনকে বিশ্ববিদ্যালয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। আগামী ১১ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ