Views Bangladesh Logo

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

গামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত গণভোটে দেশের মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৫ জন নাগরিক ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। 

নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আসনভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে এ তথ্য জানায়। ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, এবারের নির্বাচনে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। এছাড়া তালিকায় ১ হাজার ১২০ জন হিজড়া ভোটার অন্তর্ভুক্ত রয়েছে।

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনী ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। আসনভিত্তিক ভোটার পরিসংখ্যান অনুযায়ী, ৩০০ সংসদীয় আসনের মধ্যে গাজীপুর-২ আসনে সর্বোচ্চ ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন ভোটার রয়েছেন। অন্যদিকে, ঝালকাঠি-১ আসনে সবচেয়ে কম ভোটার, যার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন।

নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, আসনভিত্তিক ভোটার সংখ্যার ভিত্তিতে ব্যালট পেপার মুদ্রণ ও ভোটকেন্দ্র স্থাপনের প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। যেহেতু ভোটারদের দুটি ভিন্ন বিষয়ে ভোট দিতে হবে, তাই ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়ায় বাড়তি সতর্কতা ও সময়ের প্রয়োজন হতে পারে বলে আগেই জানিয়েছে কমিশন।

নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করে ইসি জানিয়েছে, এনআইডি সংগ্রহ বা ভোটারদের কোনো ধরনের উপহার দেওয়ার প্রতিশ্রুতি আইনত দণ্ডনীয় অপরাধ। এছাড়া প্রার্থিতা সংক্রান্ত কোনো জটিলতা বা আদালতের নির্দেশনা থাকলে তা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে।

এবারের নির্বাচনে নতুন ভোটার ও প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। ভোটারদের নিরাপত্তা এবং স্বচ্ছ ভোট নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত সমন্বয় সভা করছে নির্বাচন কমিশন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ