জাতীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৮ নভেম্বর প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর পক্ষ থেকে মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে এই সময়সূচি জানানো হয়েছে।
চিঠি অনুযায়ী, আগামী ১ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। দাবি-আপত্তি বা সংশোধনের জন্য আবেদন করার শেষ সময় ১৬ নভেম্বর। এসব আবেদন নিষ্পত্তির সময়সীমা ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এর পরদিনই (১৮ নভেম্বর) চূড়ান্ত ও হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪০ লাখ ১০ হাজার ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।
জাতীয় নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা আগামী কয়েক মাসের মধ্যেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে