Views Bangladesh Logo

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার প্রকাশিত এই তালিকায় মোট ১৯১ জন কাউন্সিলরের নাম রয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর।

চূড়ান্ত তালিকায় ১৫টি ক্লাবের নাম যুক্ত হয়েছে, যেগুলো প্রাথমিক খসড়া তালিকায় ছিল না। খসড়া তালিকা প্রকাশের সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে অনিয়মের অভিযোগের কারণে ওই ক্লাবগুলোকে বাদ দেয়া হয়েছিল। এ ছাড়া সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁ জেলার কাউন্সিলরশিপও অনুমোদিত হয়েছে।

তবে নরসিংদী জেলার কাউন্সিলরশিপ খসড়ার মতো চূড়ান্ত তালিকাতেও শূন্য রাখা হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর ঘোষিত খসড়া তালিকাতেও নরসিংদীর নাম ছিল না।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন শুক্রবার ভার্চুয়াল বৈঠক করে। বৈঠক শেষে বিকেল ৪টা ৪০ মিনিটে বিসিবি কার্যালয়ের নোটিস বোর্ডে চূড়ান্ত ভোটার তালিকা টানানো হয়।


এর আগে বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে খসড়া তালিকা নিয়ে পাওয়া ৩৮টি অভিযোগের শুনানি সম্পন্ন করে নির্বাচন কমিশন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ