চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা কামাল পারভেজ মারা গেছেন
বীর মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা কামাল পারভেজ মারা গেছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২২ নভেম্বর) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তার বয়স হয়েছিল ৭২ বছর।
কামাল পারভেজ দেশের খ্যাতিমান দুই চিত্রনায়ক সোহেল রানা ও রুবেলের ভাই। তার মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন সোহেল রানার ছেলে, অভিনেতা ও পরিচালক মাশরুর পারভেজ।
মাশরুর জানান, দীর্ঘদিন ধরেই কামাল পারভেজ অসুস্থ ছিলেন। শুক্রবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তাকে আইসিউতে স্থানান্তর করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, উত্তরা ৫ নম্বর সেক্টর জামে মসজিদে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে