আগামীকাল ঢাকায় আসছে ২০২৬ ফিফা বিশ্বকাপ ট্রফি
কিংবদন্তি ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরোর হাতে ৩ জানুয়ারি বিশ্বভ্রমণ শুরু করেছে ২০২৬ ফিফা বিশ্বকাপ ট্রফি। তার অংশ হিসেবে এক দিনের জন্য আগামীকাল ঢাকায় আসছে সোনালি ট্রফিটি। এ সফরে ফিফার প্রতিনিধি হিসেবে আসছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো ডি সিলভা। এর আগেও তিনবার বাংলাদেশে এসেছে বিশ্বকাপ ট্রফি। এবারও দেশের ফুটবলপ্রেমীরা ট্রফি কাছ থেকে দেখার ও ছবি তোলার সুযোগ পাবেন।
বিশ্বব্যাপী এই ট্রফি সফর আয়োজন করেছে কোমল পানীয় কোম্পানি কোকা-কোলা। ৩০টি ফিফা সদস্যদেশে ১৫০ দিনের বিশ্বভ্রমণে ট্রফি থামবে ৭৫টি স্থানে। গত ১৫ নভেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইনের বিজয়ীরাই ট্রফি দেখার সুযোগ পাবেন।
ঢাকায় ট্রফি–বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সকাল ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর বেলা দেড়টার পর ট্রফি রাখা হবে ঢাকার র্যাডিসন ব্লু হোটেলে, যেখানে সন্ধ্যা পর্যন্ত এটি থাকবে। ট্রফির কাছে যেতে কোকা-কোলার বিজয়ীদের বৈধ টিকিট বা স্ক্রিনশট এবং ক্যাপ দেখাতে হবে।
আয়োজকরা জানিয়েছেন, কোনো অবস্থাতেই ট্রফি স্পর্শ করা যাবে না। ট্রফি শুধুমাত্র বিশ্বকাপজয়ী, রাষ্ট্রপ্রধান বা ফিফা সভাপতিই স্পর্শ করতে পারেন। দর্শনার্থীরা ৭/১০ ইঞ্চির চেয়ে বড় ব্যাকপ্যাক নিতে পারবেন না, ধূমপান নিষিদ্ধ, টিকিট হস্তান্তর বা পুনরায় ব্যবহার করা যাবে না এবং কোনো দেশ বা দলের পতাকা আনা যাবে না।
ফিফা ট্রফি ট্যুর শুরু হয়েছে সৌদি আরব থেকে। আগামী ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, যেদিন ট্রফির বিশ্বভ্রমণ শেষ হবে। এবারের বিশ্বকাপের আয়োজক দেশগুলো হলো মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো এই আসরে ৪৮টি দল অংশ নেবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে