Views Bangladesh Logo

আজ বিশ্বকাপ ট্রফি আসছে বাংলাদেশে, জেনে নিন দেখার নিয়মকানুন

Sports Desk

ক্রীড়া ডেস্ক

০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আবারও বাংলাদেশে আসছে বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত প্রতীক—ফিফা বিশ্বকাপের আসল ট্রফি। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের সামনে ট্রফিটি তুলে ধরতে চলমান ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর’-এর অংশ হিসেবে আজ ঢাকায় পৌঁছাচ্ছে সোনালি এই ট্রফি।

এর আগে ২০০২, ২০১৩ ও ২০২২ সালে তিন দফা বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ ট্রফি। বিশ্বকাপ শুরুর আগে বিভিন্ন দেশে ট্রফি প্রদর্শনের এই আনুষ্ঠানিকতা শুরু হয় ২০০৬ সাল থেকে। সেই ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপের ট্রফি ট্যুর শুরু হয়েছে গত ৩ জানুয়ারি। সৌদি আরব থেকে যাত্রা শুরু করে একাধিক দেশ ঘুরে ভারত হয়ে আজ বাংলাদেশে পৌঁছাচ্ছে ট্রফিটি। ১৫০ দিনের এই সফরের শেষ গন্তব্য হবে মেক্সিকো। আগামী ১২ জুন মেক্সিকোর ঐতিহ্যবাহী আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ফিফা ও বিশ্বখ্যাত কোমল পানীয় প্রতিষ্ঠান কোকা-কোলার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই ট্রফি ট্যুরের মূল উদ্দেশ্য হলো—বিশ্বকাপের আসল ট্রফিটিকে কাছ থেকে দেখার সুযোগ করে দেওয়া। গত দুই দশকে বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত ট্রফি ট্যুরে প্রায় ৪০ লাখ দর্শক সরাসরি এই ট্রফি দেখার সুযোগ পেয়েছেন।

অনেকের মনে প্রশ্ন থাকে—প্রদর্শিত ট্রফিটি আসল কি না। ফিফা জানিয়েছে, বিশ্বভ্রমণে প্রদর্শিত ট্রফিটিই আসল ফিফা বিশ্বকাপ ট্রফি। নিখাদ সোনায় তৈরি এই ট্রফির ওজন ৬ কেজি ১৭৫ গ্রাম। তবে এটি সব সময় ফিফার কঠোর নিরাপত্তা ও তত্ত্বাবধানে রাখা হয়। বিশ্বকাপজয়ী দল উদ্‌যাপনের সময় ট্রফিটি হাতে পেলেও স্থায়ীভাবে তাদের দেওয়া হয় সোনার প্রলেপ দেওয়া একটি রেপ্লিকা।

বিশেষ ব্যবস্থাপনায় পরিচালিত এই সফরে ফিফার মনোনীত সাবেক বিশ্বকাপজয়ী ফুটবলাররা ট্রফির সঙ্গে থাকেন। ২০২২ সালে বাংলাদেশ সফরের সময় ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা ক্রিস্টিয়ান কারেম্বু ট্রফির সঙ্গে ছিলেন। এবার বাংলাদেশে ট্রফির সঙ্গে উপস্থিত থাকছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা। এর আগে সৌদি আরবে ট্যুরের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ইতালির ২০০৬ বিশ্বকাপজয়ী আলেসান্দ্রো দেল পিয়েরো।

এবারের ট্রফি ট্যুরে বাংলাদেশসহ মোট ৩০টি দেশের ৭৫টি স্থানে ট্রফি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশে কেবল ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলেই ট্রফিটি প্রদর্শিত হবে। ভারত সফর শেষে বাংলাদেশে আসার পর ট্রফিটি যাবে দক্ষিণ কোরিয়ায়। এরপর জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কাজাখস্তান, উজবেকিস্তান, দক্ষিণ আফ্রিকা, আইভরিকোস্ট, মরক্কো, পর্তুগাল, স্পেন, আলজেরিয়া ও ফ্রান্সসহ ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ ঘুরে সফর শেষ হবে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায়।

সাধারণ দর্শকদের জন্য ট্রফি দেখার সুযোগ থাকলেও তা সীমিত পরিসরে। কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমোশন ক্যাম্পেইনের নির্বাচিত বিজয়ীরাই ট্রফি দেখার ও ছবি তোলার সুযোগ পাবেন। আজ সকাল ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফিটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। এরপর বেলা দেড়টার পর ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলে প্রদর্শনের জন্য রাখা হবে ট্রফিটি, যা সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

ট্রফি প্রদর্শনীতে অংশ নিতে দর্শকদের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা বাধ্যতামূলক। বৈধ টিকিটের কপি সঙ্গে রাখতে হবে। ট্রফি স্পর্শ করা সম্পূর্ণ নিষিদ্ধ। নির্ধারিত মাপের বাইরে ব্যাকপ্যাক বহন, ধূমপান, টিকিট হস্তান্তর, ধারালো বা নিষিদ্ধ সামগ্রী নিয়ে প্রবেশ করা যাবে না। একই সঙ্গে কোনো দেশ বা ফুটবল দলের পতাকা প্রদর্শনীস্থলে নেওয়ার অনুমতিও নেই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ