ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ওপর ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা
উজবেক ফুটবলার সারদর জাখোনভের বকেয়া বেতন পরিশোধে ব্যর্থ হওয়ায় ঢাকার ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ওপর ট্রান্সফার নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা। ফলে চলমান দলবদল উইন্ডোতে তারা কোনো নতুন খেলোয়াড় দলে নিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত প্রায় এই ২৫ লাখ টাকার পাওনা পরিশোধ করা না হয়।
ক্লাবের সাধারণ সম্পাদক আহমদ আলী বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব সমস্যাটির সমাধান করতে চাই, কারণ আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নিতে আগ্রহী আমরা।’
তিনি জানান, জাখোনভের ছয় মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি এবং এর দায় বর্তমান কমিটির নয়, বরং আগের কমিটির ওপর ছিল এই দায়িত্ব।
ফিফা নিষেধাজ্ঞার আগে তারা ফিফার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেছিল কিনা—জানতে চাইলে সাধারণ সম্পাদক সরাসরি ‘না’ বলে উত্তর দেন।
তবে ক্লাবের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত মৌসুমের মাঝামাঝি সময় পাঁচজন বিদেশি খেলোয়াড় ও এক বিদেশি কোচ কোনো নোটিশ ছাড়াই ক্লাব ছেড়ে চলে যান, যা তারা বাফুফেকে জানিয়ে দিয়েছেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর ক্লাবটির আগের কমিটি বাদ দিয়ে নতুন কমিটি দায়িত্ব নেয়। এরপর তারা উচ্চ বেতনের অজুহাতে আট মাস মেয়াদে থাকা বিদেশি খেলোয়াড়দের ছেড়ে দেয় এবং ম্যাচভিত্তিক চুক্তিতে নতুন দুই বিদেশিকে দলে নেয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে