Views Bangladesh Logo

১৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে প্রায় ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে নদীতে কুয়াশা কেটে গেলে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল শুরু করে।

এর আগে শুক্রবার সন্ধ্যা থেকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। একপর্যায়ে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে এবং দুর্ঘটনার আশঙ্কা এড়াতে শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসির বাণিজ্য শাখার ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক সালাম হোসেন জানান, শনিবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়। বর্তমানে এ নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে।

এদিকে যমুনা নদীতে ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে শুক্রবার সন্ধ্যা সোয়া ৮টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। শনিবার সকাল ১০টার দিকে নদীতে কুয়াশা কেটে গেলে এ নৌরুটেও ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ