Views Bangladesh Logo

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৮ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

ন কুয়াশা কেটে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার রাত ২টা ৩০ মিনিট থেকে পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় সকাল ৯টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। ফেরি চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে যানজটও স্বাভাবিক হতে শুরু করেছে, যার ফলে চালক, সহকারী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ