ধলেশ্বরীতে ফেরি দুর্ঘটনা: সাড়ে চার ঘণ্টা পর উদ্ধার তিন মরদেহ
নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে একটি ফেরি থেকে পাঁচটি যানবাহন নদীতে পড়ে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) নিখোঁজের প্রায় সাড়ে চার ঘণ্টা পর ডুবুরি দল নদী থেকে দু’জনের মরদেহ উদ্ধার করে। এর আগে একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন—সিঙ্গাপুরপ্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেল আরোহী মো. রফিক (৩৫) ও ভ্যানচালক স্বাধীন (২৫)।
পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই রফিককে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাইনবোর্ড এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ডুবুরিরা দীর্ঘ তল্লাশির পর মাসুদ রানা ও স্বাধীনের মরদেহ উদ্ধার করেন। মাসুদের মরদেহটি ফেরির প্রপেলারে আটকে গিয়ে মারাত্মকভাবে বিকৃত হয়ে যায়।
নিহত মাসুদ রানা বক্তাবলী ইউনিয়নের গোপালনগর এলাকার আতাউর সরদারের ছেলে। তিনি প্রায় এক মাস আগে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছিলেন। পুনরায় বিদেশে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে নারায়ণগঞ্জ শহরে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছিলেন। প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথেই তিনি দুর্ঘটনার শিকার হন।
বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান জানান, ফেরিটি বক্তাবলীর পূর্ব ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে পশ্চিম ঘাটের দিকে যাচ্ছিল। মাঝনদীতে থাকাকালীন হঠাৎ ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে পাঁচটি যানবাহনই নদীতে পড়ে যায়।
নৌ পুলিশের ধারণা, ট্রাকটি ফেরিতে ওঠার সময় গিয়ারে রাখা ছিল। হঠাৎ সেটি সামনে এগিয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। তবে দুর্ঘটনার পর পুলিশ পৌঁছানোর আগেই ট্রাকচালক পালিয়ে যান। তাকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে