কুমিল্লায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
কুমিল্লায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ডা. ফাহমিদা আজিম কাকলী (৪৫) মারা গেছেন। রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডা. কাকলী কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনী ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এবং নগর মাতৃসদন কুমিল্লার কনসালট্যান্ট ছিলেন। তিনি এক কন্যা সন্তানের জননী। বিষয়টি তার বড় ভাই মনজুরুল আজীম পলাশ নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর তার কিডনি ও লিভারে সমস্যা দেখা দেয়। অবস্থার অবনতি হলে শনিবার (২২ নভেম্বর) তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে রক্তচাপ হঠাৎ কমে যাওয়ায় তাকে আইসিইউ থেকে ভেন্টিলেশনে নেওয়া হয়। রাতভর চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও রোববার সকালে তিনি মারা যান।
ডা. কাকলীর মৃত্যুতে কুমিল্লায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও রোগীরা তাকে মানবিক চিকিৎসক হিসেবে স্মরণ করছেন। তিনি বিনামূল্যে বহু দরিদ্র রোগীর সিজার করিয়ে সাহায্য করেছেন। চিকিৎসার পাশাপাশি তিনি থিয়েটারের সদস্য ছিলেন এবং গান শুনতে ও প্রকৃতিতে ঘুরে বেড়াতে পছন্দ করতেন।
ডা. কাকলীর বড় ভাই পলাশ জানান, মরদেহ আপাতত হিমঘরে রাখা হবে। যুক্তরাষ্ট্রে থাকা একমাত্র কন্যা তুর্না দেশে ফেরার পর জানাজা ও দাফন সম্পন্ন হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে