থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার নারী ব্যারাকে কর্মরত এক নারী পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই থানার কনস্টেবল সাফিউর রহমানের বিরুদ্ধে।
ভুক্তভোগী নারীর অভিযোগ, ধর্ষণের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ছয় মাস ধরে থানা ব্যারাকেই বারবার তাকে ধর্ষণ করা হয়েছে। সর্বশেষ ১৫ আগস্ট রাতেও তিনি ধর্ষণের শিকার হন। থানায় লিখিত অভিযোগ দেয়ার চেষ্টা করলেও তা গ্রহণ করা হয়নি বলে দাবি করেন তিনি।
তার দাবি, থানার কয়েকজন কর্মকর্তাকে বিষয়টি জানালেও তারা ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন। এমনকি টাকার প্রলোভনও দেখানো হয়। অভিযোগ না মানায় ১৮ আগস্ট তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। একই দিন অভিযুক্ত সাফিউরকেও পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
অভিযোগের বিষয়ে কনস্টেবল সাফিউর রহমানের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া গেছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি তদন্ত আল-আমিন হোসেন গণমাধ্যমকে বলেন, নারী কনস্টেবল অভিযোগ করার পরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তদন্ত চলছে।
মামলা গ্রহণ না করার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের কাছে কখনো তিনি মামলা করবেন বলে জানাননি।’
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমে বলেন, ‘আমার কাছে ওই নারী পুলিশ সদস্য কোনো অভিযোগ করেননি এবং বিষয়টি এসপি স্যার দেখছেন।’
কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান গণমাধ্যমে বলেন, দোষী প্রমাণিত হলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে