Views Bangladesh Logo

নির্বাচন নিয়ে জনগণের মধ্যে শঙ্কা ও ভীতি রয়েছে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

 VB  Desk

ভিবি ডেস্ক

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, দেশের নির্বাচন নিয়ে জনগণের মধ্যে শঙ্কা ও ভীতি বিরাজ করছে।

তিনি বলেন, ‘সরকারকে প্রশাসন ও নির্বাচন কমিশনের কার্যক্রমকে বলিষ্ঠভাবে পরিচালনা করতে হবে যাতে জনগণের আস্থা ফিরতে পারে। তা না হলে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হবে না। এছাড়া নির্বাচনকে ঘিরে যে প্রশ্নগুলো জনগণের মনে তৈরি হয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমে জনগণকে বোঝাতে হবে।’

বৃহস্পতিবার সকালে ড. দেবপ্রিয় খুলনায় ‘নাগরিক প্ল্যাটফর্মের প্রাক নির্বাচনী’ আঞ্চলিক পরামর্শ সভায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘রাজনীতিবিদদের মধ্যে আত্ম উপলব্ধি এসেছে যে জনগণের কথা না শুনলে আবার দেশ ছেড়ে পালাতে হবে।’

সভায় আগামী নির্বাচনের জন্য নাগরিক ইশতেহার তৈরির ভাবনা নিয়ে আলোচনা হয়। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ