Views Bangladesh Logo

এফডিসিতে শুটিং বন্ধ, গবেষণাকেন্দ্রে রূপান্তরের ঘোষণা: মাহফুজ আলম

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ফ্লোরগুলোতে আর শুটিং হবে না—এগুলোকে পুরোপুরি চলচ্চিত্র গবেষণার কাজে ব্যবহার করার পরিকল্পনা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি বলেন, শুটিংয়ের সব কার্যক্রম স্থানান্তরিত হবে কবিরপুর ফিল্ম সিটিতে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় এফডিসিতে বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে-আর্কাইভ, সংস্কারকৃত সাউন্ড রেকর্ডিং স্টুডিও ও ঝর্ণা স্পটের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাহফুজ আলম বলেন, এফডিসিকে চলচ্চিত্রের স্ক্রিপ্টিং থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত একটি পূর্ণাঙ্গ গবেষণা ও উন্নয়ন ইকোসিস্টেমে পরিণত করা হবে।

বাংলাদেশি চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানে উন্নীত করার স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, গুণগতমানসম্পন্ন কনটেন্ট তৈরি করলেই বিশ্বমঞ্চে দেশের চলচ্চিত্রের অবস্থান সুদৃঢ় হবে।

সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গে তিনি জানান—প্রতিটি বড় শহরে আধুনিক সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সরকারি অনুদান ব্যবস্থায় পরিবর্তন আনার ঘোষণা দিয়ে তিনি বলেন, ভালো সিনেমাকে অনুদান দেওয়া হবে—এটি বাণিজ্যিক না অবাণিজ্যিক, সে বিভাজন রাখা হবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান। বক্তব্য দেন পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন ও চিত্রনায়ক বাপ্পারাজ। অনুষ্ঠান শেষে এক সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ