বগুড়ায় ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফুলবাড়ী কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম।
নিহতরা হলেন অটোরিকশাচালক শুকুর আলী (৩৮), বিপুল (৩৬) এবং তার পাঁচ বছর বয়সী ছেলে বিপ্লব। আহত হয়েছেন বিপুলের স্ত্রী মমতা (৩২) ও তাদের মেয়ে রুপামনি (৯)।
পুলিশ জানায়, সকালে সারিয়াকান্দি থেকে একটি ট্রাক বগুড়া সদরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে অটোচালকসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শুকুর আলীকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিপুল ও তার ছেলে বিপ্লব।
বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন জানান, আহত মা-মেয়ে বর্তমানে শজিমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানায়, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে